মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ১১:৫০:২৬

সরকারই পুলিশকে থামিয়ে রেখেছিল: তসলিমা

সরকারই পুলিশকে থামিয়ে রেখেছিল: তসলিমা

প্রবাস ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়িতে ‘জঙ্গি আস্তানা’য় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে। বাসাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আইজিপি বলছেন, তাদের ধারণা নিহতরা জেএমবি সদস্য।

এ নিয়ে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন একটি স্টাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘ফাইনালি বাঙলাদেশ সরকার জঙ্গি দমন করতে চাইছেন। কল্যাণপুরের এক জঙ্গি আস্তানায় হানা দিয়ে পুলিশ বাহিনী ৯ জঙ্গিকে মেরেছে। জঙ্গিরা নাকি আল্লাহু আকবর বলতে বলতে গুলি আর হাতবোমা ছুঁড়ছিল পুলিশকে লক্ষ করে। কী কান্ড! ওদিকে গুলশান ক্যাফের হত্যাকান্ড কারা ঘটিয়েছে, এও নাকি পুলিশ জানতে পেরেছে। পুলিশ কে বলে দক্ষ নয়! এই দক্ষতা প্রথম থেকে কাজে লাগালে অনেকগুলো মানুষ বাঁচতো। সরকারই পুলিশকে থামিয়ে রেখেছিল। সরকারের মৌলবাদ তোষণের কারণে আজ অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস. ওয়াশিকুর বাবু, নিলয় নীল, এবং আরও কতজনকে মরতে হলো।’
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে