মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৪:৪১

মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ২২, নিখোঁজ ৯৮

মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ২২, নিখোঁজ ৯৮

প্রবাস ডেস্ক : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৯৮ জন। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরই বিভিন্ন উৎস, হটলাইনে করা ফোন ও পরিবারের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ মোট ১২৮ জন হাজির তালিকা তৈরি করা হয়।

তিনি জানান, পরবর্তীতে এদের মধ্য  থেকে ৩০ জনকে খুঁজে পাওয়া গেছে। ৯৮ জনের  খোঁজ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজের শেষ সময়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
 
এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় ঠিক কতজন বাংলাদেশি হাজি হতাহত হয়েছেন, তা নির্দিষ্টভাবে জানাতে পারছেন না সংশ্লিষ্টরা। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, ৯৮ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে