বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০৯:১৭:২৬

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে দেশে ফিরল ৪১ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে দেশে ফিরল ৪১ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন কারাভোগের পর সরকারের মধ্যস্থতায় দেশে ফিরেছে তারা। তবে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ভাগ্য বিড়ম্বিত এ বাংলাদেশিরা।

মঙ্গলবার রাতে আমেরিকার একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তার মতো ৪১ জনকে।

ভাগ্য পরিবর্তনের আশায় নোয়াখালীর বেলাল দেশ ছেড়েছিলেন দু’বছর আগে। ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো হয়ে অবৈধ পথে প্রবেশ করেন স্বপ্নের দেশ আমেরিকায়। কয়েকশ’ মাইলের কঠিন পথ পাড়ি দিয়ে আমেরিকায় প্রবেশের সঙ্গে সঙ্গে আটক হন পুলিশের হাতে।

বেলালের মতো অনেকের স্বপ্ন ভেঙে গেছে কারাগারের চার দেয়ালে। দালালের মাধ্যমে আমেরিকা পৌঁছাতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেছেন অনেকে।

ফিরে আসাদের অভিযোগ বাংলাদেশি হওয়ার কারণেই নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। আইনি লড়াইয়ের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।

তারা জানান, আমেরিকার বিভিন্ন কারাগারে এখনও বন্দী আছেন অনেক বাংলাদেশি। গত এপ্রিলে এমন ২৭ জন অবৈধ অনুপ্রবেশকারিকে প্রথমবারের মত দেশে পাঠায় আমেরিকা।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে