মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩০:০৪

'গ্রীন বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রপি ২০১৫'

'গ্রীন বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রপি ২০১৫'

ওয়াসীম আকরাম, লেবানন প্রতিনিধিঃ ২৭শে সেপ্টেম্বর ২০১৫ইং রোজ রবিবার সকাল ১০টায় প্রবাসী বাংলাদেশী লেবানন বসবাসকারী বৈরূত-লেবানন, মোকালেছ এলাকায় গ্রীন বাংলা স্পোর্টিং ক্লাব এর আয়োজনে অনুষ্টিত হয় চ্যাম্পিয়ন ট্রপি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা।
      

গ্রীন স্পোর্টিং ক্লাব এর মোহা: আরমান সওদাগর সভাপতিত্বে ও মাসুদ পারভেজ নিলয় সঞ্চালনায় এবং মো: মাহবুব ও মো: মিজানের সার্বিক সহযোগিতায় চ্যাম্পিয়ন ট্রপি খেলা অনুষ্টিত হয়।
 

চ্যাম্পিয়ন ট্রপি খেলায় প্রধান অতিথী ছিলেন,সামাজিক সংগঠন হেল্প কমিউনিটি বাংলাদেশ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহা: আবু বকর সিকদার,বিশেষ অতিথী ছিলেন,হেল্প কমিউনিটি বাংলাদেশ এর সভাপতি রানা তালুকদার,হেল্প কমিউনিটি বাংলাদেশ এর উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সাধারন সম্পাদক রুবেল আহমেদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সভাপতি মো: মানিক মোল্লা,সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম মজুমদার,সাংগঠনিক সম্পাদক আবু বকর,আয়োজিত কমিটির উপদেষ্টা মো: শহিদ মল্লিক, মো: মনজিল হাওলাদার ও সিনিয়র সহ সভাপতি মো: রুহুল হাছান,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,প্রধান উপদেষ্টা মালু চৌধূরী,ক্রিডা সম্পাদক মিন্টু মাল এবং গ্রীন বাংলা স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বৈরূত একাদশ. প্রথম ওভারে প্রথম বলে ১ রানের সুবাদে শুভ শুচনা আরম্ভ হয় বৈরূত একাদশের কিন্ত প্রথম ওভারে শেষ বলে মো: এমরান বোল্ট আউট হয়ে বৈরূত একাদশ ব্যাটিং খুব বিপর্যয় গঠে.১৬ ওভার খেলায়. ১৫ ওভার ৪ বলে বৈরূত একাদশ অল আউট হয়ে দলীয় স্কোর ১১৩ রান করেন।
    

জবাবে নাহার ইব্রাহিম কিংস একাদশ বোলারদের সৌন্দর্য  বোলিং এর তোপের মুখে দাঁডাতে না পেরে ১৫ ওভার ২ বলে সব কয়টি ইউকেট হারিয়ে দলীয় স্কোর ৯৮রান করে ১৬ রানে পরাজিত হন।
এটাই বৈরূত একাদশ ক্লাব এর প্রথম চ্যাম্পিয়ন ট্রপি জয় লাভ করেন.গত মাসে ১৬ই আগষ্ট ২০১৫ ইং আট দলের নক আউট পর্যায়ে ফাইনালে বৈরূত একাদশ ও নাহার ইব্রাহিম কিংস একাদশ মুখামুখি হয়ে চ্যাম্পিয়ন ট্রপির প্রতিযোগিতা করেন.
চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও ৬০০$ আমেরিকান ডলার চেক প্রদান করেন হেল্প কমিউনিটি বাংলাদেশ এর নেতৃবৃন্দ এবং রানার্স আপ দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার অন্তভুক্ত মোকালেছ শাখা ট্রপি ও ৩০০$ আমেরিকান ডলার চেক প্রদান করেন।
প্রায় দুই হাজার দর্শক উপস্হিতিতে ভরপুর ছিল ফাইনাল খেলা দেখার জন্য.উপস্হিত নেতৃবৃন্দ সবার উদ্দ্যেশে বলেন আমরা প্রবাসে সারাদিন কাজ করে ক্লান্তি মন বা অন্তরকে একটু আনন্দ দেওয়ার জন্য নানান খেলায় জড়িত হই.এমন মনোরম পরিবেশে সবাইর সহযোগিতায় সুন্দর খেলার জন্য ধন্যবাদ জানান.এবং রানার্স আপ দলকে আগামীর খেলাগুলা আরো ভাল খেলে চ্যাম্পিয়ন ট্রপি তাদের ঘরে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আহবান করে খেলা অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
২৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে