প্রবাস ডেস্ক : প্রায় ৪২ কোটি টাকাসহ সৌদি বিমানবন্দরে এক বাংলাদেশি আটক করা হয়েছে।
টাকা পাচারের চেষ্টার অভিযোগে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা। তবে েআটক বাংলাদেশির নাম প্রকাশ করেনি সৌদি শুল্ক বিভাগ কর্তৃপক্ষ।
সোমবার সৌদি দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
এতে বলা হয়েছে, আটক ওই বাংলাদেশির কাছ থেকে ৪১ কোটি ৮৪ লাখ এক হাজার ৪০৩ টাকা (২ মিলিয়ন সৌদি রিয়াল) উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি স্যুটকেস থেকে দেড় মিলিয়ন সৌদি রিয়াল উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ। পায়ের সঙ্গে বেঁধে রাখা আরো ৫০ মিলিয়ন রিয়াল উদ্ধার করা হয়।
স্থানীয় অপর একটি দৈনিক বলছে, এশীয় প্রবাসী ওই পাচারকারীর স্যুটকেসের বিভিন্ন পকেটে বেশির ভাগ মুদ্রা রাখা ছিল। পায়ের সঙ্গে আরো ৫ লাখ রিয়াল বেঁধে তার ওপর মোজা পরেছিলেন তিনি।
বিমানবন্দরে প্রাথমিক তল্লাশির পর তাকে সন্দেহ করেন শুল্ক কর্মকর্তারা। পরে তার কাছ থেকে এসব অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে শুল্ক বিভাগ।
সৌদি শুল্ক বিভাগের মুখপাত্র ইসসা আল ইসসা বলেন, কাস্টমসের কার্যালয়ের সামনে ওই বাংলাদেশিকে দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। ঢাকাগামী বিমানের ওই আরোহীর কাছে অবৈধ মুদ্রা আছে কি-না জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
ইসসা আল ইসসা বলেন, সন্দেহভাজন ওই বাংলাদেশির ব্যাগ তল্লাশি করে ১৪ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি ৩০ কোটি ৭৫ লাখ তিন হাজার ৪৩১ টাকা) উদ্ধার করে কর্মকর্তারা। পরে তার দেহ তল্লাশি করে আরো ১ লাখ ৪৯ হাজার রিয়াল (বাংলাদেশি ৩১ লাখ ১৭ হাজার ১৮৪ টাকা) উদ্ধার করেন।
তিনি বলেন, পরে বিমানে থাকা অপর একটি স্যুটকেস থেকে আরো কিছু অর্থ উদ্ধার করা হয়। আটক ওই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সৌদি শুল্ক বিভাগ কর্তৃপক্ষ।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস