শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৬:১৮:২৩

শিল্পী রূপম ইসলামের জন্য আমার শ্রদ্ধা : তসলিমা নাসরিন

শিল্পী রূপম ইসলামের জন্য আমার শ্রদ্ধা : তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : বাংলাদেশি ব্যান্ড মাইলসের কয়েকজন সদস্য ধারাবাহিকভাবে ভারতবিরোধী মন্তব্য করেছেন—সামাজিক মাধ্যমে এমন অভিযোগে কলকাতায় তাঁদের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ওই প্রচারণাকে সমর্থন জানিয়ে মাইলসের সঙ্গে একই মঞ্চে গান গাইতে অস্বীকার করেছে কলকাতার ব্যান্ড ফসিলস ও তার শিল্পী রুপম ইসলাম। তার এই সিদ্ধান্তে তসলিমা নাসরিন সমর্থন জানিয়ে বলেন ‘শিল্পী রূপম ইসলামের জন্য আমার শ্রদ্ধা।’

বাংলাদেশের এই নির্বাসিত লেখিকা বলেন, “কমল দাশগুপ্তর ছেলেরা ওই করলো? ছিঃ লজ্জা। ছিঃ লজ্জা। হিন্দু- মুসলমানে বিয়ে হলে সাধারণত সন্তান ধর্মমুক্ত হয়। ভারত-বাংলাদেশে বিয়ে হলে দুই দেশ-ই হয়ে ওঠে সন্তানদের আপন দেশ। ছেলেরা তো দেখছি ধর্মকে করেছে আপন, ঘৃণাকে করেছে স্বজন, দ্বেষকে করেছে দেশ। দেশ কাল ধর্ম জাতের উর্ধে না উঠলে, গান হয়তো গাওয়া যায়, শিল্পী হওয়া যায় না।” তিনি আরো বলেন, ‘শিল্পী রূপম ইসলামের জন্য আমার শ্রদ্ধা।’

ভারতের স্বাধীনতা দিবসের আগে ১৩ আগস্ট কলকাতার ‘আজাদী কনসার্ট’ নামের ওই অনুষ্ঠানটির আয়োজন করেছিল সেখানকার একটি এফএম রেডিও। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার কারণে আয়োজকেরা মাইলস ও ফসিলস—দুটি ব্যান্ডকেই অনুষ্ঠানের বাইরে রাখার কথা জানিয়েছে তাদের ফেসবুকে।

৫ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে