প্রবাস ডেস্ক : অলিম্পিকের মশালটি গ্রিসের অলিম্পিয়া শহর থেকে যাত্রা শুরু করেছিল গত ২১ এপ্রিল। এরপর সেই মশাল ব্রাজিলের আসে গত মে মাসে।
গতকাল মশালটি হাতে নিয়ে রিওর রাজপথ প্রদক্ষিণ করলেন ড. মুহম্মদ ইউনূস। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পেলেন এ সম্মান।
অলিম্পিকে যে মশাল হাতে নেবেন, সেটা তিনদিন আগেই জানা গিয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন সেই সৌভাগ্য হলো নোবেল বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের।
কাল শিখার যাত্রা শুরু হয় রিওর অলিম্পিক পল্লী থেকে। এরপর রিওর পশ্চিমের শহরতলি কাম্পো গ্রান্দেতে আসার পর সেটি হাতে নেন ড. ইউনূস।
২০০ মিটার পর্যন্ত দূরত্ব হেঁটেছেন সেই শিখা নিয়ে। রাস্তার দুই ধারে সারি বেঁধে দাঁড়িয়েছিলেন অনেক দর্শক। তাদের দিকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন ড. ইউনূস।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় ড. ইউনূস অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন।
তিনিই প্রথম কোনো বাংলাদেশি যিনি এবার অলিম্পিকের মশাল বহন করলেন।
কোনো অনাহূত আগন্তুক যাতে ভেতরে ঢুকতে পারে সেজন্য নিরাপত্তারক্ষীরা সতর্ক ছিলেন। ইউনূসের মশাল হাতে নেয়ার একটা ভিডিও পোস্ট করেছে রিও অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইট।
ভিডিওতে দেখা যাচ্ছে, অলিম্পিকের অফিসিয়াল পোশাক পরে মশাল হাতে এগিয়ে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস।
এর আগে রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সভায় ভাষণ দেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম