প্রবাস ডেস্ক : সৌদি আরবে বাংলাদেশি এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯)।
পবিত্র মক্কায় ৭ আগস্ট রোববার ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার এটাই প্রথম বাংলাদেশি হজযাত্রী মৃত্যুর ঘটনা।
জমিলা আক্তারের পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২। আজ সোমবার মক্কায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্কের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার ১ লাখ এক হাজার ৭৫৮ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৪ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ৫ সেপ্টেম্বর।
হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ১৭ অক্টোবর।
আইটি ডেস্কের ৭ আগস্ট রাত ১২টার তথ্য অনুযায়ী, ২৬টি ফ্লাইটে মোট ৯ হাজার ৯২৮ জন হজযাত্রী সৌদিতে গেছেন।
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম