নিউজ ডেস্ক : রাজশাহীতে জামায়াত-উল-মুজাহেদিন (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠন দুটি হিন্দুদের টার্গেট করে লিস্ট তৈরি করছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘ফার্স্টপোস্ট’ পুলিশের বরাত দিয়ে জানায়, নিরেন্দ্রনাথ সরকারকে হত্যার জন্য পূর্ণ পরিকল্পনা প্রস্তুত ছিল রাজশাহী আনসারুল্লাহর। তার গোপনীয় একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে হত্যাকারী জেএমবি নেতা শরিফুল ইসলাম খালিদ আনসারুল্লাহ বাংলা টিমকে রাজশাহীতে সংগঠিত করছে বলে ধারণা করা হচ্ছে। শরিফুলের দুই চাচাতো ভাই আমিনুল ইসলাম রুমি ও এনামুল হক সজীবকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।
সোমবার রাতে এই দুজনকে রাজশাহী থেকে আটক করা হয়। তাদের জন্য রাজশাহী আদালতকে ৫দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আগামী সপ্তাহে তার রায় দেয়া হবে। জিজ্ঞাসাবাদে রুমি রাজশাহীতে থাকা তাদের তিন সহযোগীর পরিচয় জানিয়েছে।
গত বছর থেকে জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম সারা দেশে সাতজন হিন্দু পুরোহিতকে হত্যা করেছে। এ ছাড়াও হত্যার হুমকি দিয়েছে আরো অনেককে। উত্তর বঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা করে দুইজনকে হত্যা করেছে তারা। এ ছাড়াও জেএমবির ঘাঁটি হিসেবে পরিচিত বাগমারায় ২৬ ডিসেম্বর আহমদীয় মুসলিম জামায়াতের একটি মসজিদেও আত্মঘাতী বোমা হামলা চালায় তারা। সেখানে ১০ জন আহত হয়।
রাজশাহী পুলিশ সুপারিনটেনডেন্ট মোয়াজ্জেম হোসেন চৌধুরি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মোবাইলে একটি গোপনীয় ম্যাসেজিং অ্যাপস পাওয়া গেছে। তাদের তথ্য আদান-প্রদানের ৫৮ পৃষ্ঠা প্রিন্ট করা কাগজ আছে আমাদের কাছে।
তাদের এই ম্যাসেজের একটিতে রুমি হিন্দু ডাক্তারকে হত্যার জন্য একজনকে অনুরোধ করে। কিন্তু সেই ডাক্তারের বাসা পুলিশ স্টেশনের কাছে হওয়ায় সেই ব্যক্তি নাকচ করে দেয়। পরবর্তীতে সবুজ আরেক জনের কাছে এই ডাক্তারকে হত্যা ও তার খরচ নির্বাহের বিষয়ে কথা বলে। -ইত্তেফাক
২১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস