বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৫:৪৭

কিরণমালা দেখা নিয়ে প্রাণ গেল কিশোরীর

কিরণমালা দেখা নিয়ে প্রাণ গেল কিশোরীর

রাজশাহী : ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখছিল ছোট বোন।  এসময় বড় বোনের বাচ্চা কাঁদছিল।  এতে ছোট বোনের ওপর রেগে তাকে মারধর শুরু করেন বড় বোন।

এ সময় পালাতে গিয়ে ইটের ওপর পড়ে বুকে আঘাত পায় ছোট বোন।  এতেই মৃত্যু হয় তার। এমন ঘটনা ঘটেছে বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া গ্রামে।

মৃত কিশোরীর নাম তানজিলা খাতুন (১২)।  সে উপজেলার মাটিকাটা গ্রামের জেনারুল ইসলামের মেয়ে।  বড় বোনের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হওয়ায় পুলিশ তার বড় বোনকে আটক করেছে।
    
স্থানীয়রা জানান, বেশকিছু দিন আগে তানজিলার মা হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হন।  এরপর থেকে কিশোরী তানজিলা আঁচুয়া কসাইপাড়া গ্রামে তার দুলাভাই হারুন বাবুর বাড়িতে থাকতো।

বুধবার সকালে ওই কিশোরী পাশের বাড়িতে ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল।  তার বড় বোন শিল্পী খাতুন (২০) সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন।  

তার শিশু সন্তান কোলে ওঠার জন্য কাঁদছিল।  এ সময় তানজিলা বাড়িতে না থাকায় শিল্পী তার ওপর রেগে যান।  পরে তিনি পাশের বাড়ি গিয়ে ছোট বোন তানজিলাকে মারপিট শুরু করেন।
    
একপর্যায়ে তানজিলা তার কাছ থেকে পালাতে গিয়ে ইটের ওপর পড়ে বুকে আঘাত পায়।  এ সময় তানজিলাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    
গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি বলেন, এটি হত্যা নয়, অপমৃত্যু।  ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।  

ওসি জানান, বড় বোন শিল্পী খাতুনের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তানজিলার মৃত্যু হওয়ায় তাকে আটক করা হয়েছে।  তবে তার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে