রাজশাহী : রাজশাহীর বাঘমারা থেকে জেএমবি নেতা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মাহতাব খামারুকে (৪৫) আটক করেছে পুলিশ। তিনি বাগমারার তালঘরিয়া গ্রামের মোহাম্মদ আলী খামারুর পুত্র।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হামিরকুৎসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাগমারার যুগিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মীর্জা মাজহারুল ইসলাম জানান, মাহাতাব খামারু জেল থেকে বের হয়ে এসে এলাকায় গা-ঢাকা দিয়ে থাকতেন। তবে গোপনে জেএমবিকে সক্রিয় করে তোলার চেষ্টা করতেন। আজ তাকে আটক করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানের সময় তার অন্যতম সহযোগী ছিলেন এই মাহাতাব খামারু। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন এই মাহতাব খামারু। খামারু তৎকালীন সময়ে বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসাবে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল বলে জানা যায়।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম