রাজশাহী থেকে : শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মেয়েও আহত হয়েছে। রোববার গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত স্বামী-স্ত্রী হলেন, আবুল কালাম আবু (৫৫) ও ফরিদা বেগম (৪৫)। আহত দুই মেয়ে রুমা খাতুন (২২) ও মৌসুমি খাতুনকে (২০) স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এক প্রতিবেশি জানান, শিয়ালের অত্যাচার থেকে বাড়ির মুরগি বাঁচাতে বিদ্যুতের লাইনের সঙ্গে কুলা বাঁধা তার দিয়ে মুরগির ঘরের পেছনের দিকে বেড়ায় সংযোগ দেওয়া ছিল। এই তারের সংস্পর্শে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আবুল কালাম আবু রবিবার গভীর রাতে বাড়ির বাইরে শৌচাগারে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে আবুলের হাতে স্পর্শ লাগে। তার চিৎকারে স্ত্রী ফরিদা বেগম তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুই মেয়েও এগিয়ে যায়। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
একপর্যায়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুল ইসলাম এই দম্পতিকে মৃত ঘোষণা করেন। আহত দুই মেয়ের চিকিৎসা চলছে।
বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, ঘটনাটি তাদের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। ঘটনাস্থল থেকে কুলা বাঁধা তার ও সকেট উদ্ধার করা হয়েছে। তবে কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি