রাজশাহী থেকে : রাজশাহী নগরীর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার খন্দকার মাইনুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, খন্দকার মাইনুল ইসলাম নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, খন্দকার মাইনুল ইসলাম বেশ কিছুদিন ধরে ব্যবসায়িকভাবে বেশ খারাপ অবস্থায় ছিলেন। ব্যাংকে মোটা অংকের ঋণ রয়েছে। তিনি টাকার বিষয়ে মানসিক চাপেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, খন্দকার মাইনুল ইসলামের মাথায় (কানের ওপরে) ডান পাশ দিয়ে রিভলবারের গুলি ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। নিজের লাইসেন্স করা রিভলবার দিয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি আত্মহত্যা কিনা তদন্ত করছে পুলিশ।
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি