বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ১০:১৩:২৪

বার্ড ফ্লুতে রাজশাহীতে ঝাঁকে ঝাঁকে কাকের মৃত্যু

বার্ড ফ্লুতে রাজশাহীতে ঝাঁকে ঝাঁকে কাকের মৃত্যু

রাজশাহী : রাজশাহীতে মৃত কাকের শরীরে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর জীবাণু শনাক্ত হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আরও নিশ্চিত হওয়ার জন্য মঙ্গলবারও কিছু মৃত কাকের নমুনা সংগ্রহ করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহীতে ঝাঁকে ঝাঁকে মারা যাচ্ছে কাক। এসব মৃত কাকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল পরীক্ষা-নিরীক্ষার জন্য।

রাজশাহী জেলা প্রাণিসম্পদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজশাহীতে মারা যাওয়া কাকের দেহে বার্ড ফ্লুর জীবাণু শনাক্ত হয়েছে। দু-এক দিনের মধ্যেই তারা এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পেয়ে যাবেন।

এদিকে রাজশাহীতে কাকের মড়ক সরেজমিন দেখতে মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদফতর ঢাকা, রোগ নির্ণয় কেন্দ্র (ইপিডিমিওলজি) ও জাতিসংঘ পরিচালিত সংস্থা ‘ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের’ সমন্বয়ে গঠিত একটি দল রাজশাহীতে গিয়ে অকুস্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পদ্মার তীরবর্তী এলাকা পরিদর্শন করেছে। বুধবারও দলটি রাজশাহীতে মরা কাক দেখতে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
 
রাজশাহী জেলা প্রাণিসম্পদ অধিদফতরের একটি সূত্র জানায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিনই দশ থেকে পনেরোটি করে কাক মারা যাচ্ছে। এ জন্য চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়কুঠি পদ্মার পাড় এলাকা থেকে মৃত কাকের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ নির্ণয় ও অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়।

সেখান থেকে রাজশাহী প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে, মৃত কাকের শরীরে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত রাজশাহীতে মুরগিতে কোনো প্রকার বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি।

বোয়ালিয়া থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী জানান, চলতি মাসে প্রথমদিকে মারা যাওয়া কাকের শরীরে বার্ড ফ্লু পাওয়া গেছে। রাজশাহীতে কাকে বার্ড ফ্লু বারবার কেন ছড়াচ্ছে সেটা জানার চেষ্টা চলছে।
 
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়কুঠি এলাকা থেকে মৃত কাকের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো ঢাকায় কেন্দ্রীয় রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। এসব কাকের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত রাজশাহীতে মুরগিতে কোনো প্রকার বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি। এ নিয়ে এলাকাগুলোতে কিছুটা আতংক বিরাজ করছে।
২৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে