নিউজ ডেস্ক : আজ ‘বিশ্ব ভালোবাসা দিবস’। পৃথিবীর অনেক দেশেই তরুণ-তরুণীদের মহাসমারোহে এই দিনটি উদযাপন করার প্রবণতা রয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আজকের দিনটিকে একটু ভিন্নভাবে পালন করতে দেখা গেছে। তারা ‘প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে’ একটি প্রতিবাদী র্যালি ও সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটালি চত্বর থেকে ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবাদী র্যালি ও সমাবেশ পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় ‘প্রেমের নামে নোংরামি, চলবে না চলবে না’, ‘প্রেমের নামে, পকেট খালি চলবে না চলবে না’, ‘প্রেম বঞ্চিতদের একশন ডাইরেক্ট একশন, সিঙ্গেল আসছে ক্যাম্পাস কাপছে’ ইত্যাদি স্লোাগানের মাধ্যমে মুখরিত হয় ক্যাম্পাস।
প্রেম বঞ্চিত সংঘের সাবেক সাধারণ সম্পাদক শেখ হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, যেহেতেু ক্যাম্পাসে অনেকেই আছে যারা একাদিক প্রেম করে ফলে প্রেমের বাজারে একটি মঙ্গার সৃষ্টি হয়েছে। প্রেম একটি মৌলিক অধিকার। সবারই প্রেম করার অধিকার আছে। পারিবারিক অসচ্ছলতার কারণে মোটরবাইক না থাকায় এবং মেয়েদের চাহিদামত অর্থব্যয় করার সমর্থ না থাকায় আমাদের প্রেম হচ্ছে না। সমাবেশেরে মাধ্যমে আজকের এই দিনটিকে ‘বিশ্ব শোক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম