নিউজ ডেস্ক: ইসলাম ধর্মকে কলংকিত করার জন্য আজকে বোমাবাজি, জঙ্গিবাদের উত্থান ও সন্ত্রাসীদের আনাগোনা শুরু হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে মহানগর পুলিশের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ও ধর্মীয় সম্প্রীতি বিষয়ক এক জনসভায় তিনি এসব কথা বলেন।
যে ইসলাম আমাদের শান্তির কথা, মানববতার কথা বলে সেই ইসলাম কে কলংকিত করার নানা ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না, তাই দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। দেশের মানুষ আমাদের সঙ্গে আছে তাই জঙ্গিদের ছুড়ে দেয়া কোন চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ মনে করি না।
তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দেশে এই হত্যাকাণ্ড চলছে। তবে ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর নীল নকশা কোনো দিনই পুরণ হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন মেগা প্রজেক্ট নিয়ে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি, তখনই আমাদের গতিরোধ করার চেষ্টা চালানো হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, আকতার জাহান এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম বক্তব্য রাখেন।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস