রাজশাহী থেকে : রাজশাহীর বাঘা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় এক সদস্য ওই ইউনিয়নেরই একজন নারী সদস্যর সম্ভ্রমহানী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাজুবাঘা ইউপি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাবাসী বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জান্নাত আলী (৫০) ও ইউপি সদস্য আলাল উদ্দিনকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন। পরে বিকেলে নির্যাতিত ওই নারী সদস্য তাদের বিরুদ্ধে থানায় সম্ভ্রমহানীর মামলা করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, নির্যাতিত নারী (৩০) ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। আর সদস্য আলাল উদ্দিন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। ঘটনার পর স্থানীয়রা তাদের ধরে পুলিশে খবর দেন। এরপর তাদের গ্রেফতার করে থানায় আনা হয়।
ওসি জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারী ইউপি সদস্যকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার চেয়ারম্যান ও সদস্যকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মামলার এজাহারে ওই নারী সদস্য বলেছেন, বৃহস্পতিবার দুপুরে পরিষদ থেকে সব সদস্য বাড়ি চলে যান। তিনিও তখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইউপি সদস্য আলাল উদ্দিন তাকে জানান, চেয়ারম্যানের সঙ্গে জরুরি কথা আছে। এরপর তাকে পরিষদের গ্রন্থাগারে নিয়ে যান। এ সময় চেয়ারম্যান গ্রন্থাগারের দরজায় বাইরে থেকে তালা দিয়ে দেন। এরপর ভেতরে ইউপি সদস্য আলাল উদ্দিন তাকে (প্রচার অযোগ্য শব্দ) করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী ইউপি সদস্যের চিৎকার শুনে তারা পরিষদে ছুটে যান। এরপর চেয়ারম্যানের কাছ থেকে গ্রন্থাগারের চাবি উদ্ধার করে ওই নারীকে সেখান থেকে বের করা হয়। পরে পুলিশে খবর দিলে চেয়ারম্যান ও মেম্বরকে থানায় নিয়ে যাওয়া হয়।
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস