রাজশাহী থেকে : রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সরফরাজ হোসেন রাজপাড়া থানা সহকারি পুলিশ কমিশনার ছিলেন এবং তাদের বাড়ি রাজশাহী নগরীর উপশহর এলাকায় বলে জানা যায়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সহকারী পুলিশ কমিশনারের সরফরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন সরফরাজ। তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডসহ অন্য পুলিশ কর্মকর্তারা তার লাশ উ্দ্ধারে কাজ করছে বলে জানা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ফরেন্সিক বিভাগের ডাক্তার অধ্যাপক এনামুল হক বলেন, তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাইলন রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন পুলিশ কমিশনার!
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার ও সাবেক ডিআইজি মো: ওবায়দুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস