সোমবার, ০১ মে, ২০১৭, ০৯:৩২:৫৭

পৌনে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে এলাকা লণ্ডভণ্ড, নিহত ৪

 পৌনে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে এলাকা লণ্ডভণ্ড, নিহত ৪

রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া কালবৈশাখী ঝড়ে চারজন নিহত হয়েছেন।  গতকাল রবিবার সন্ধ্যা ৭টা থেকে পৌনে এক ঘণ্টা ধরে রাজশাহীর ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়।  এতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতরা হলেন- নগরীর বোয়ালিয়ার সপুরা এলাকার আজিজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (৪৮), মতিহারের বেলঘরিয়ার হারুন অর রশিদের ছেলে মুনছুর রহমান (৪০), চারঘাট উপজেলার বেলঘরিয়া শ্যামপুর গ্রামের আনসার আলীর স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার কলাবাগানের আলম আলী মুন্সি (৫০)।

এ ব্যাপারে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এএসআই শফিক জানান, ঝড়ে নিহতদের তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।  ঝড়ের সময় আহত হয়ে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির খাতায় উল্লেখ করা হয়েছে।

এএসআই শফিক জানান, চারঘাট উপজেলার বেলঘরিয়া শ্যামপুর গ্রামের আনসার আলীর স্ত্রী আছিয়া বেগম ঝড়ের সময় গাছের ডাল পড়ে আহত হন।  হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নগরীর মতিহারের বেলঘরিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে মুনছুর রহমান ঝড়ের সময় দৌড়ে বাড়ি ফেরার সময় রাস্তার উপর পড়ে আহত হন।  হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এছাড়া নগরীর বোয়ালিয়ার সপুরা এলাকার আজিজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম বজ্রপাতে মারা গেছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে