রাজশাহী থেকে : সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন একই ইউনিয়ন পরিষদের আরেক মেম্বার তিন সন্তানের জনক তোজলু। রাজশাহীর চারঘাট সদর ইউনিয়নের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সদর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য সাজেদার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার অপর সহকর্মী ১নং ওয়ার্ডের সদস্য তোজলুর।
এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনাও হয়। সোমবার রাতে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন এ পরকীয়া প্রেমিক জুটি। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সদর ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, সাজেদা ও তোজলু দুজনেই তার ইউপির মেম্বার। এছাড়া দুজনেরই সংসার রয়েছে। সাজেদার সংসারে স্বামী ছাড়াও রয়েছে দুটি সন্তান। অপর দিকে তোজলুর রয়েছে দুটি সংসার। ওই দুই সংসারে তোজলুর রয়েছে তিনটি সন্তান।
চেয়ারম্যান বলেন, তারা যে কাজটি করেছেন তা মোটেও ভালো করেননি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে বলে জানান তিনি।
অভিযুক্ত সাজেদা ও তোজলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন দুটি বন্ধ পাওয়া যায়।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস