বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ১২:৫৮:১৪

সবাই আত্মঘাতী হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা

সবাই আত্মঘাতী হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ির বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা। জঙ্গি সাজ্জাদের স্ত্রী বেলি সুইসাইডাল ভেস্ট পড়ে ফায়ার সার্ভিসের কর্মী  আবদুল মতিনের ওপর হামলার চেষ্টা করে। এ সময় সুইসাইডাল ভেস্টটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন মতিন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ আহত হয়েছেন।  জঙ্গিরা ধারালো অস্ত্র নিয়েও বাড়ি থেকে বের হয়ে এসেছিল। পরে তারা সবাই আত্মঘাতী হয়।

গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী জানান, বুধবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ রাজশাহীর পুলিশকে এই জঙ্গি আস্তানার খবর দেয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকে আস্তানাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘেরাও করার পরপরই পাঁচ জঙ্গি ঘর থেকে বের হয়ে এসে আত্মঘাতী হয়। তারা সবাই একই পরিবারের। পরে আস্তানা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েক ঘণ্টা অনুরোধের পর সুমাইয়া নামে এক নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে