রাজশাহী: আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে অপারেশন ‘সান ডেভিল’। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জঙ্গি আস্তানার পাশেই এক ব্রিফিংয়ে এ অভিযান রাতের জন্য স্থগিত ঘোষণা করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতের ব্রিফিংয়ে মাসুদুর রহমান জানান, ‘ওই জঙ্গি আস্তানায় নিহত সবাই আত্মঘাতী হয়েছে। নিহত পাঁচ জনের চার জন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়। ’ অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে ধানক্ষেতের মাঝখানে টিনের তৈরি বাড়িটির সঙ্গে লাগোয়া কোনও ঘরবাড়ি নেই। তবে কাছাকাছি দূরত্বে যে কয়টি বাড়ি আছে শুক্রবার সেগুলো খালি করে অভিযান শুরু করে পুলিশ।
জঙ্গিদের লাশগুলো ঘটনাস্থলেই রয়েছে জানিয়ে মাসুদুর রহমান বলেন, ‘লাশগুলো পুলিশ কর্ডন করে রেখেছে। রাতে এভাবেই থাকবে লাশগুলো। সকালে ফের অভিযান শুরু হলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় লাশগুলোর ব্যবস্থা করা হবে। ’
লাশগুলোর কী অবস্থা, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাছে গিয়ে ছবি সংগ্রহ করা যাচ্ছে না। তাদের সঙ্গে আরও বোমা আছে বলে আমরা ধারণা করছি।’
ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছাতে দেরি করায় বৃহস্পতিবার অভিযান চালানো সম্ভব হয়নি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস