প্রেমিকার ভয়ে বরের আত্মহত্যা
রাজশাহী : প্রেমিকার ভয়ে আত্মহত্যা করেছেন এক বর। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার আদলা গ্রামে।
জানা গেছে, বিয়ের আগের দিন হঠাৎ উদয় হয় কথিত প্রেমিকা। প্রেমিকার আগমনে আত্মহত্যার পথ বেছে নেন এক যুবক। পরে গ্রামবাসী প্রেমিকা দাবিদার ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত যুবকের নাম আব্দুর রহিম (২৫)। তিনি আদলা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। প্রেমিকা দাবি করা আটক তরুণীর নাম মলি। তিনি পাশের চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের আজিতের মেয়ে।
স্থানীয়রা জানান, এরই মধ্যে চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের এক মেয়ের সঙ্গে আব্দুর রহিমের বিয়ের কথা পাকাপাকি হয়। বর ও কনে পক্ষ আগামীকাল সোমবার বিয়ের দিন ধার্য করেন।
তারা জানান, আজ রোববার তার গায়ে হলুদের কথা ছিল। পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়। কিন্তু শনিবার সন্ধ্যায় বিয়ের দাবি নিয়ে রহিমের বাড়িতে হাজির হন মলি নামের এক তরুণী। তার উপস্থিতিতেই বাধে যত বিপত্তি।
মলির দাবি, মোবাইলে আব্দুর রহিমের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠেছিল। সে বিয়ে করার আশ্বাস দিয়েছিল। সেই দাবি নিয়ে এসেছি।
মলির এমন কথায় বিব্রত ও অস্বস্তিতে পড়ে সবাই। চারিদিকে শুরু হয় কানাঘোষা। পরিবারের অনেকেই মলিকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
মলির এক কথা, রহিমের বিয়ে অন্য কারো সঙ্গে হতে পারে না। এভাবেই কেটে যেতে থাকে রাত। রাতের কোনো এক সময় সবার অজান্তে রহিম বাড়ি থেকে ২০০ গজ দূরে আমবাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার খবর মলির কানে গেলে কেটে পড়ার চেষ্টা করেন। এসময় গ্রামবাসী তাকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক করা হয় মলিকে।
রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুঠিয়া থানার ওসি আব্দুর রহমান জানান, বিয়ের দাবি নিয়ে রহিমের বাড়িতে উপস্থিত হওয়া মলি নামের ওই প্রেমিকাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�