রাজশাহী থেকে : বাসে আগুন দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে রাজশাহী সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে আজকের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে যায়।
এর আগে কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপির এক নেতার নির্দেশ ও পরিকল্পনায় বড় ধরনের মিডিয়া কাভারেজ পাওয়ার প্রত্যাশায় গণমাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই নেতার নিজের কণ্ঠের সেই পরিকল্পনা সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকো গোটা বাঙালি জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দেওয়া মানে পুরো বাঙালি জাতিকে স্বীকৃতি দেওয়া। গোটা বিশ্বে প্রায় ৩৫ কোটি বাঙালির জন্য এটা এক বিশাল অর্জন।
তিনি বলেন, ‘জাতি হিসেবে এই স্বীকৃতি আমাদের পাওনা ছিল। ইউনেসকোর স্বীকৃতি দেওয়ার সাথে সাথে গ্রামে-গঞ্জে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ প্রচার শুরু হয়ে গেছে।
এমটিনিউজ/এসএস