রাজশাহী থেকে : রাজশাহীর নগরীতে জান্নাতুন ওয়াদিয়া মিতু নামের এক মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর বহরমপুর ব্যাংক কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জান্নাতুন ওয়াদিয়া মিতু রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রাম আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে।
মিতু স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর রামেক ইউনিটের শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার ওই ছাত্রীর তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়িতে জানান তিনি। এতে তাকে বকাবকি করেন বাবা-মা।
এরপর নিজ শোবার ঘরে গলায় ফাঁস দেন ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানান ওসি।
এমটিনিউজ/এসএস