সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৭:৪৯:১৫

জিয়া-এরশাদ-খালেদাই ধ্বংস করেছে : মির্জা আজম

জিয়া-এরশাদ-খালেদাই ধ্বংস করেছে : মির্জা আজম

রাজশাহী : একসময়ের তিনি রাষ্ট্রপ্রধানকে নিয়ে মুখ খুললেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি বলেছেন, প্রথমে জিয়াউর রহমান, পরে এরশাদ ও বেগম খালেদা জিয়া বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করেছেন। এ দেশের পাটের বিপুল বাজার ধ্বংস করে দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে। মির্জা আজম বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতা এসে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী বন্ধ করে হাজার হাজার মানুষকে বেকার করেছে। ৩০ লাখ বেল পাটের বাজার হারিয়েছে। সেই বাজার ভারতের হাতে তুলে দিচ্ছে বিশ্বব্যাংক। সে দেশে পাটকল তৈরিতে তারা অর্থায়ন করছে। পাট নিয়ে এখনো আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা আজম বলেন, পাটের হারানো গৌরব ফেরাতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর কথাও জানান তিনি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ প্রমুখ। ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে