রাজশাহী থেকে : এবার ড্রেনে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। রাজশাহী মহানগরীতে সড়কের পাশে ড্রেনে পড়ে যাওয়া গরুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহীর ঘোষপাড়া মোড় এলাকায় একটি গরু রাস্তার পাশে ঘাস খেতে গিয়ে পাশের ড্রেনে পড়ে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে দ্রুত এসে গরুটিকে উদ্ধারের তৎপরতা শুরু করে। ১০মিনিটের মধ্যেই গরুটিকে ড্রেন থেকে উদ্ধার করা সম্ভব হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, যে কোন প্রাণীর জীবন সংকটাপন্ন মুহুর্তে কাজ করছেন তারা।
তাই খবর পাওয়া মাত্রই গরুটির জীবন বাঁচাতে ছুটে আসে দলটি। অবশেষে ফায়ার সার্ভিস কর্মীরা পানির হোস পাইপ দিয়ে গরুটিকে বেঁধে টেনে ওপরে তুলে আনে।
এই সকল কাজে জনগনের সহায়তা চেয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রয়োজনে সহায়তা পেতে ৯৯৯ নম্বরে কল করার কথা জানান তারা। এর আগেও রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা দুবার গরু উদ্ধার, একবার গোখরা সাপ উদ্ধার ও একবার বিদ্যুতের তারে ঝুলন্ত চড়ুই পাখি উদ্ধার করে বেশ সুনাম কুড়িয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস