রাবি ছাত্র ইউনিয়নের ২৯তম কাউন্সিল
মানিক রাইহান বাপ্পী, রাবি প্রতিনিধিঃ “হোক বিদ্রোহ যৌবনের চনমনে রোদে সাম্রাজ্যবাদ-জঙ্গীবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধে” শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের ২৯তম কাউন্সিলের প্রথম দিনের অধিবেশন উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দুইদিন ব্যাপী কাউন্সিলের উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাংসদের সভাপতি লাকী আক্তার। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে কেন্দ্রীয় লাইব্রেরীর পেছনে আমতলায় এক আলোচনা সভায় মিলিত হয়।
রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনির সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সদস্য ও রাবি শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাবি সংসদের সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, রাবি সংসদের সাবেক সভাপতি এস এম চন্দন, অ্যাড. আবু সায়েম, রাজশাহীর জেলার ছাত্র ইউনিয়নের পার্থ পান্ডে, এ এইচ এম জুয়েল খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারা দেশে আজ সাম্রাজ্যবাদী এবং জঙ্গীবাদী শক্তি তাদের নীল- নকশা বাস্তবায়নে ও দেশকে মেধাশুন্য করতে ব্লগার, লেখক, প্রকাশকসহ মুক্তবুদ্ধির পক্ষের মানুষদেরকে হত্যা করছে। সরকার এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিয়ে দেশে বিচাহীনতার সংস্কৃতি চালু করছে। উগ্র মৌলবাদ, উগ্র জাতীয়তাবাদ ও দূর্নীতি-লুটপাটকে আশ্রয় করে বেড়ে উঠা শাসক শ্রেণীর দল তাদের ছাত্রসংগঠনের তান্ডবে আজ জনজীবন বিপর্যস্ত।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা, শিক্ষার সকল প্রকার গণতান্ত্রিক অধিকারসহ জনজীবনে সকল প্রকার সংকট নিরসনে শ্রমিক-কৃষক-মেহনতি জনতার নেতৃত্বে একটি স্বাধীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট গড়ে তোলার আহাবান করেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের অবিলম্বে রাকসু ভবন চালু করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
২৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�