রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকাল থেকেই বিজিবি সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
আতিয়ার রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং চার প্লাটুন রিজার্ভ রাখা হবে। আগামী ৩১ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত তারা মাঠে থাকবেন।
এদিকে আরএমপি মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, আজ শনিবার মধ্যরাত ১২টার পর থেকে ৩১ তারিখ ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং ভারি ও হালকা যানবাহন যেমন বাস, ট্রাক, সিনএনজি, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, লেগুনা, নসিমন, করিমন, মাইক্রোবাস আগামীকাল রোববার ১২টার পর থেকে ৩০ তারিখ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল বন্ধ থাকবে।
রাসিক নির্বাচনে এবার ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৮৫। আর নারীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫।