রুয়েটে নতুন দু’টি বিভাগ চালু
মানিক রাইহান বাপ্পী, রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চালু হয়েছে আরও দুটি নতুন বিভাগ। বিভাগগুলো হলো ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এবং কেমিক্যাল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক জি এম মর্ত্তুজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগটিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই নতুন বিভাগটি চালু হচ্ছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরীতে বিভাগটি অনন্য অবদান রাখতে সক্ষম হবে বলে জানানো হয়।
অন্যদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন বিভাগ কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগ। দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে এবং দক্ষ জনবল তৈরিতে এই বিভাগটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছেন রুয়েট কর্তৃপক্ষ।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�