রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের নির্বাচনী সভায় যাবার পথে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ফকিরপাড়া ঢালানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধনঞ্জয়পাড়ার শ্যামল বিশ্বাসের স্ত্রী শিউলি বিশ্বাস (২৫) একই গ্রামের ধিরেন বিশ্বাসের স্ত্রী সূর্য্যি বিশ্বাস (২৮)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার মৃত ধিরু বিশ্বাষের স্ত্রী রমনি বিশ্বাসকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক ছিলেন। পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক এই তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে উপজেলার তারাপুর বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডা. মনসুর রহমানের নির্বাচনী সভা ছিল।
ওই সভায় অংশ নিতে ব্যাটারি চালিত ভ্যানে চেপে যাচ্ছিলেন হতাহতরা। পথে এক্সেল ভেঙে ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়েন আরোহীরা। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে হতাহত হন তারা।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলে দুই নারী মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও চারজন আহত হন। দমকল কর্মীদের সহায়তায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৩৫৩০) ফেলে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।