নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র মামুন বিল্লাহ চাকরি হারিয়েছেন। আগুনে পুড়িয়ে হত্যার শিকার সেই নুসরাত জাহান রাফিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। ওই ছাত্রকে রাবি থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি উঠে।
জানা গেছে, মামুন বিল্লাহ রাবি থেকে অনার্স পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি এখনও মাস্টার্স করেননি। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ সালে অনার্স শেষ করেছেন।
এর আগে একটি অনলাইন নিউজ পোর্টাল নিহত নুসরাতের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে তা ফেসবুক পেজে শেয়ার করে। সেখানে মামুন বিল্লাহর ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়, ‘মেয়েটা কিন্তু জোস ছিল, মালটা ধর্ষণ করার মতোই ছিল।’ বিষয়টি নিয়ে বিভিন্ন পোর্টালে নিউজ আসা শুরু হলে তোলপাড় শুরু হয়। মামুন বিল্লাহকে ‘ভবিষ্যৎ ধর্ষক’ হিসেবে চিহ্নিত করে তার শাস্তির দাবিতে আলোচনা সমালোচনা শুরু হয়।