বৃহস্পতিবার, ০৯ মে, ২০১৯, ১০:৫৬:৫৮

লিচু খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে স্থানীয়রা

 লিচু খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে স্থানীয়রা

রাবি: লিচু খাওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের পেছনের লিচু বাগানে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে সাত ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কাননের দুই হাত ভেঙে গেছে এবং উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আশিকের পায়ে ও মাথায় জখম হয়েছে। বাকিদের রাবি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মারধরকারীদের নাম-পরিচয় কেউ জানাতে পারেননি। তবে হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে গাছগুলো লিজ নিয়ে পাহারা দিচ্ছিল বলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেছে।

পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা কানন ও মেহেদীর নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টার দিকে ছয়-সাত জন ছাত্রলীগ কর্মী লিচু বাগানে যায়। বাগানে থাকা প্রহরীরা লিচু খেতে নিষেধ করলে তারা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দেয়। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রহরীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে বাগান থেকে পালিয়ে যায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে