রাবিতে সুযোগ থাকলো না দ্বিতীয়বার
রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
চৌধুরী সারওয়ার জাহান বলেন, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী শিক্ষাবর্ষে ২০১৬ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা আর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�