শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ০২:০২:১৪

ইলিশ ধরতে এসে আ'টক ভারতীয় জেলের বিরুদ্ধে দুই মামলা

ইলিশ ধরতে এসে আ'টক ভারতীয় জেলের বিরুদ্ধে দুই মামলা

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরতে এসে আ'টক ভারতীয় জেলে প্রণব মণ্ডলের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চারঘাট মডেল থানায় মামলা দুটি দায়ের করে বিজিবি।

একটি মামলায় প্রণবের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি হয়েছে অবৈধ কারেন্ট জাল দিয়ে বেআইনিভাবে মাছ শিকারের। মামলার আসামি প্রণব মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামের বসন্ত মণ্ডলের ছেলে।

মামলা বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, চারঘাট সীমান্ত করিডর ফাঁড়ির বিজিবি সদস্যরা রাতে প্রণবকে থানায় নিয়ে আসেন। এরপর তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। প্রণবকে রাতে থানায় খেতে দেয়া হয়। তিনি পুরোপুরি সুস্থ আছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে