বিয়ে দেয়ার স্বাদ জেলখানায়
রাজশাহী : বিয়ের স্বাদ মিটছে জেলখানায়। বয়স না হওয়ায় বিয়ে দেয়ার অপরাধে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বর-কনের বাবাকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ্যামী খাতুন নামের কলেজপড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে। বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বর ও কনের বাবার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এনামুল হকের কলেজপড়ুয়া এ্যামী খাতুনের (১৭) সঙ্গে উপজেলার চক পুরান গ্রামের আশরাফ আলীর ছেলে আসলাম আলীর (২৮) সঙ্গে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে বিয়ে বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ্যামী খাতুনের বিয়ের বয়স না হওয়ায় বর ও কনের বাবাকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার।
২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�