মসজিদে বোমা হামলা, নিহত ১
রাজশাহী : কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন মুসল্লি। এ ঘটনা ঘটে শুক্রবার জুমার নামাজের সময় রাজশাহীর বাগমারার সৈয়দপুরে।
পুলিশ জানায়, নিহত ওই যুবক আত্মঘাতী হামলাকারী ছিলেন। নিজের বহন করা বোমা বিস্ফোরণ হয়ে মারা গেছেন তিনি। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করা চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় মসজিদের ভেতর বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। আহত হন আরো তিনজন মুসল্লি। তারদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মসজিদের কয়েকজন মুসল্লি জানান, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে দুপুর দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। প্রথম রাকাতের নামাজ শেষ হওয়ার পরই ওই যুবকের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ওই যুবকেরই মৃত্যু হয়। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হন।
পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। ওই মসজিদে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন বলে জানা গেছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, যুবকটির পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর