রাজশাহী থেকে : 'নারী হিসেবে, মেয়ে হিসেবে এই সমাজের একজন পুরুষকেও বিশ্বাস করতে পারছি না। এমনকি নিজের কাছের বন্ধু কিংবা স্বামীকেও না। বাসাবাড়ি, যানবাহন, কর্মস্থল এমনকি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিজেকে নিরা'পদ মনে হয় না।'
বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। বন্ধু কর্তৃক এক শিক্ষার্থীর ব্ল্যা'কমে'ইলের ঘটনার পর সব ধরনের যৌ'ন হয়'রানি ব'ন্ধ এবং শিক্ষা ও কর্মস্থল— সব ক্ষেত্রে নারীবা'ন্ধব সমাজ নি'শ্চিতের দাবিতে এ মান'বব'ন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, 'আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? যে স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদের তাজা র'ক্ত আর দুই লাখ মা-বোনের ই'জ্জ'ত দিতে হয়েছে। সেই স্বাধীন দেশে পঞ্চাশ বছর পরও নিত্যদিন নারীদের যৌ'ন হ'য়রা'নি আর ধ'র্ষ'ণের মতো রো'মহ'র্ষ'ক ঘটনার সম্মুখীন হতে হয়। দেশ যেন আজ ধ'র্ষ'ণের চা'রণক্ষে'ত্রে পরিণত হয়েছে। এমন ঘৃ'ণ্য অ'পরা'ধ করেও অ'পরা'ধীরা আজ নি'র্দ্বি'ধায় পার পেয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে বিচা'রহী'ন সংস্কৃতি।'