রাজশাহী: রাজশাহীর বাগমারায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের টয়লেটের হাউস খ'নন করতে গিয়ে উদ্ধা'রকৃত' একটি ‘গু'প্তধনের কলসি’ নিয়ে পালিয়েছে পাঁচ শ্রমিক। গত ১১ ফেব্রুয়ারি উপজেলার চাঁনপাড়া মহল্লার মিষ্টি ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে এ ঘট'না ঘটে।
নিখোঁ'জ শ্রমিকরা হলেন, চাঁনপাড়া মহল্লার ইবর উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩২) ও একই এলাকার নির্মাণশ্রমিক ওসমান (৩৫), দেউলিয়া গ্রামের নির্মাণশ্রমিক রহিম উদ্দিন (৪৫)। এ ঘটনায় অন্য দুই শ্রমিকের নাম জানা যায়নি।
এলাকাবাসী সূ'ত্রে জানা গেছে, মিষ্টি ব্যবসায়ী আলমগীর হোসেন তার পুরনো টিনশেড বাড়িটি ভে'ঙে সেখানে একটি পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। আরসিসি পিলার দিয়ে ভবন নির্মাণের কাজ কিছু দূর এ'গিয়ে যায়। নির্মাণাধীন ভবনসংল'গ্ন স্থানে একটি টয়লেটের হাউস তৈরির জন্য খননকাজ শুরু করেন পাঁচ শ্রমিক। ওই দিন সকাল থেকেই হাউস নির্মাণের জন্য খননকাজ শুরু করেন শ্রমিকরা। দ্রু'ত এগিয়ে চলে খননকাজ। বাড়ির মালিক আলমগীর হোসেন খননকাজ ত'দারকির জন্য বাড়ির সদস্যদের দায়িত্ব দিয়ে তিনি একটি ইসলামী জলসায় দোকান নিয়ে চলে যান।
এদিকে, বেলা ৩টার দিকে হাউস খননের প্রায় শেষ পর্যায়ে এলে শ্রমিকরা সেখানে একটি বিশাল আকৃ'তির মাটির কলসের স'ন্ধা'ন পান। কলসটি ইট দিয়ে ঘিরে রাখা ছিল। স্থানীয়দের মতে, মাটির কলসির স'ন্ধা'ন পাওয়ার পর শ্রমিকরা বেশ কৌ'তূহ'লী হয়ে পড়েন।
বিষয়টি বাড়ির নারী সদস্যরা আঁ'চ করতে পেরে আলমগীরকে মোবাইল ফোনে এ খবরটি জানান। আলমগীর ত'ড়িঘ'ড়ি করে দোকান ব'ন্ধ করে বাড়ি ফিরে জানতে পারেন উদ্ধা'রকৃত ওই কলসি নিয়ে আ'ত্মগো'পন করেন ভবন নির্মাণের সঙ্গে জ'ড়িত পাঁচ শ্রমিক।বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, হাউস খনন করতে গিয়ে একটি মাটির কলসি পাওয়া যায়। পরে শ্রমিকরা বাড়ির লোকজনের দৃ'ষ্টি এ'ড়িয়ে কৌ'শলে কলসটি নিয়ে আ'ত্মগো'পন করেন।
এ বিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, বাড়ির মালিক এ ব্যাপারে কোনো অভি'যোগ জানায়নি। তবে শ্রমিকদের খুঁ'জে বের করার চেষ্টা চলছে। শ্রমিকদের খুঁ'জে পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষে'প নেয়া হবে।বিডি-প্রতিদিন