সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:২১:৪৫

রাবিতে আন্ত:বর্ষ মুট কোর্ট প্রতিযোগিতার ফাইনাল

রাবিতে আন্ত:বর্ষ মুট কোর্ট প্রতিযোগিতার ফাইনাল

মানিক রাইহান বাপ্পী, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির (আরইউএমসিএস) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'আন্তঃবর্ষ মুট কোর্ট প্রতিযোগিতা-২০১৫' এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিবাদী পক্ষ ৪র্থ বর্ষের টিম-২। এছাড়াও "বেস্ট মুটার" নির্বাচিত হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার শামস উদয়। মুট কোর্ট সোসাইটির সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ চন্দ এবং আইন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। এসময় অধ্যাপক ড. আনিসুর রহমান, সহকারী অধ্যাপক ড. শাহীন জোহরা এবং প্রভাষক কে এম এস তারেকসহ বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ২০ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন বর্ষ থেকে ৯ টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের উদ্যোগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর "রাবি মুট কোর্ট সোসাইটি" প্রতিষ্ঠা লাভ করে। সে অবধি সংগঠনটি শিক্ষার্থীদের পেশাগত মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে