বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলায় গাছপাকা লক্ষণভোগ (লকনা) আম প্রতিকেজি ২০ টাকা দরে পাওয়া যাচ্ছে। রবিবার উপজেলার বিভিন্ন আড়তে এই আম কেনাবেচা হতে দেখা গেছে। বাগান মালিকরা পাকা আম গাছ থেকে নামিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন আড়তে বিক্রি করছেন। এদিকে ফেরি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ঘুরে আরো কম দামে ক্রয় করে ২-৩ টাকা লাভে আড়তে বিক্রি করছে।
উপজেলার বাজুবাঘা নতুন পাড়া গ্রামের আম ব্যবসায়ী দেলশাদ হোসেন বলেন, আমার বাগানের প্রতিটি গাছে এখনো অনেক আম আছে। বাগানের কিছু আম বিক্রি করা হয়েছে, আরো বেশ কিছু আম রয়েছে। প্রতিদিন সকালে পাকা আম গাছ থেকে নামিয়ে আড়তে বিক্রি করি। আবার কখনো বাড়িকে রাখি, এই আম ফড়িয়ারা বাড়িতে এসে নিয়ে যায়।
কলিকগ্রাম ক্লিক মোড়ের ফড়িয়া ব্যবসায়ী হাসমত আলী বলেন, আমি ১০-১২ বছর ধরে এই ব্যবসা করে আসছি। ভাই আমি খুব গরিব মানুষ। গ্রামে গ্রামে ঘুরে লক্ষণভোগ গাছপাকা আম ক্রয় করে স্থানীয় আড়তে কেজিতে ২-৩ টাকা লাভে বিক্রি করি। সারা দিনে ১০০-১৫০ কেজি আম ঘুরে ঘুরে ক্রয় করতে পারি।
উপজেলার আড়ানী পৌরবাজারের আড়তদার মঞ্জুর রহমান বলেন, গাছপাকা আম কিনে ঢাকায় চালান করি। এই আম ২০-২২ টাকা কেজি দরে ক্রেতাদের কাছ থেকে ক্রয় করছি। এদিকে রবিবার স্থানীয় আড়তে কাচা আম লক্ষণভোগ ৭৫০-৮৫০ টাকা প্রতিমণ বিক্রি হচ্ছে। ল্যাংড়া ও খেরসাপাতি ৩২০০-৩৫০০ টাকা এবং আম্রপলি ২৫০০-২৮০০ টাকায় প্রতিমণ কেনাবেচা হতে দেখা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, গাছে আম পাকলে বোঁটা নরম হয়। এই আম বাজারে বিক্রি হচ্ছে। তবে লক্ষণভোগ আম ২০-২২ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। উপজেলায় ৮৩৬৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।