বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:২০

পারলেন না দেশের প্রথম সেই নারী

 পারলেন না দেশের প্রথম সেই নারী

রাজশাহী : পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত জয়ী হতে পারলেন না দেশের প্রথম সেই নারী মেয়র প্রার্থী। রাজশাহীর চারঘাট পৌরসভা থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন নার্গিস খাতুন। বুধবারের পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলের কাছে অল্প ব্যবধানে হেরে যান তিনি। এর আগে ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশের একমাত্র নারী পৌর মেয়র নির্বাচিত হন তিনি। দেশের কোনো পৌরসভার প্রথম নারী মেয়র। বাঘা-চারঘাটের সাবেক এমপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা রায়হানুল হক রায়হানের স্ত্রী নার্গিস এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মেয়র প্রার্থী ছিলেন। ২০১১ সালের নির্বাচনে বড় ব্যবধানে নার্গিস বেগম জয়ী হলেও এবার আর জয়টা ছিনিয়ে আনতে পারলেন না। চারঘাটে বিএনপি মনোনীত প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল ৭ হাজার ৭৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নার্গিস বেগম পেয়েছেন ৭ হাজার ৩৩০ ভোট। মাত্র ৪০৭ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচন এলাকায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী পরাজিত হওয়া ও বিদ্রোহী প্রার্থীকে ফেরাতে না পারায় অনেকের কাছে অবাকই মনে হচ্ছে। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে