রাজশাহী থেকে : করোনা ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমানের মৃ'ত্যু হয়েছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নি'বি'ড় পরিচর্যা কেন্দ্রে চি'কিৎসা'ধীন অবস্থায় মা'রা যান তিনি। তথ্যটি নি'শ্চি'ত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের মৃ'ত মহির উদ্দিন প্রামাণিকের ছেলে। রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসভবনে সপরিবারে বসবাস করতেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন এই সদস্য নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা পজি'টিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে প্রায় এক মাস আগে রামেক হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান। এক সপ্তাহ আগের রিপো'র্টে তিনি করোনা নেগে'টিভ হন। কিন্তু শারীরিক দুর্ব'লতা ও অন্যান্য সম'স্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় তার ফুসফুসের সং'ক্র'মণসহ নিউমো'নিয়া ধ'রা পড়ে। অবস্থার অব'নতি হওয়ায় আজ রবিবার তাকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টায় মৃ'ত্যুব'রণ করেন তিনি।