বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৮:৪০

জ'রিমানা করায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি ঘে'রাও করলেন ব্যবসায়ীরা

জ'রিমানা করায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি ঘে'রাও করলেন ব্যবসায়ীরা

রাজশাহী: অবৈ'ধ স্থা'পনা উ'চ্ছেদে গিয়ে লাইসেন্সহীন দোকানিদের 'জরিমানা করে তো'পের মুখে পড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় অ'বৈধ দখ'লদারদের উ'চ্ছেদ অভি'যান চা'লানোর সময় এ ঘ'ট'না ঘ'টে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে প'রিস্থি'তি নিয়ন্ত্রণে নেয়। জানা গেছে, কয়েক দিন ধরে নগরজুড়ে অবৈধ দ'খলদারদের উ'চ্ছেদে অভি'যান চালাচ্ছে রাসিক। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সাহেববাজার এলাকায় অভি'যানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভি'যানের সময় সাহেববাজার কাপড়পট্টি এলাকার ‘কুমকুম শাড়ি ঘর’ নামের একটি দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ছয় হাজার টাকা জ'রিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর ‘হৃদয় হ্রদি বস্ত্র বিতান’ নামের আরেকটি দোকানে ট্রেড লাইসেন্স দেখতে গেলে উ'ত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে অন্যান্য দোকান মালিক ও কর্মচারীরা ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গে থাকা পুলিশের গাড়ি ঘে'রাও করেন। এ সময় উ'ত্ত'প্ত বাক্যবিনিময় ও হা'তাহা'তির ঘ'ট'না ঘ'টে। পরে বাজার মালিক সমিতির নেতারা এবং অতিরিক্ত পুলিশ গিয়ে প'রিস্থি'তি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে কয়েক দ'ফা চেষ্টা করেও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের ম'ন্তব্য পাওয়া যায়নি। পরে তিনি মতামত জানালে তা সংবাদে সংযুক্ত করা হবে।

ঘ'ট'নার সত্যতা নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, বাজারে অভি'যানের সময় একটু সমস্যা হয়েছিল। বর্তমানে প'রিস্থিতি নিয়ন্ত্রণে। বড় ধর'নের কিছু হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে