রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১১:৫৮:৪৩

আশেপাশের লোকজন ছুটে আসায় ধ'র্ষণ থেকে রক্ষা পেল কিশোরী

আশেপাশের লোকজন ছুটে আসায় ধ'র্ষণ থেকে রক্ষা পেল কিশোরী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ধানক্ষেতে এক কিশোরী ধ'র্ষণচেষ্টার শিকার হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার বলিয়াডাং গ্রামে এ ঘ'টনা ঘ'টে। রাত সাড়ে ১০টার দিকে কিশোরী ও তার বাবা-মাসহ এলাকাবাসী অভি'যোগ দিতে গোদাগাড়ী থানায় অবস্থান করছিলেন। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক শিশির কুমার কর্মকার জানিয়েছেন, ধ'র্ষণচেষ্টার শি'কার কিশোরী সন্ধ্যার পর প্রেমতলী পুলিশ তদ'ন্ত কেন্দ্রে আসলে প্রাথমিক অভি'যোগ রেক'র্ড করে তাদেরকে মা'মলা দায়েরের জন্য গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে। অভিযু'ক্ত আল আমিন (২৭) নামের যুবককে আ'টকের চেষ্টা চলছে।

জানা গেছে, নবম শ্রেণির ছাত্রী (১৪) শনিবার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বলিয়াডাং গ্রামে শিক্ষকের বাড়ি যাচ্ছিলেন। পথিমথ্যে ধানক্ষেতের আইলের ওপর একা পেয়ে বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে আল আমিন কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষ'ণচেষ্টা করে। কিশোরী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় আল আমিন পালিয়ে যায়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, মা'মলা দায়েরের প্রক্রিয়া চলছে। কিশোরীর নিরাপত্তা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযু'ক্তকে আট'কের চেষ্টা করা হচ্ছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, মামলা দায়েরের পর কিশোরীসহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও অভিযু'ক্তকে দ্রুত সময়ে গ্রে'প্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে