নিউজ ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসলেন রাজশাহী সিটি কর্পোরেশনের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর জ্যেষ্ঠ কন্যা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। পাত্র মো. রেজভী আহমেদ ভুঁইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ঘরোয়া পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, লালমানিরহাটের হাতিবান্ধা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আমির হোসেন ভুঁইয়া ও রাজিয়া বেগমের ছেলে রেজভী আহমেদ ভুঁইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অর্ণা জামান। রেজভী আহমেদ ভুঁইয়া রাবি ক্রপ অ্যান্ড সায়েন্স টেকনোলজি বিভাগের শিক্ষক আর অর্ণা জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
এদিকে, করোনাভাইরাসের প্রভাবে ঘরোয়াভাবে গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হলেও তা শুধু ঘরের মধ্যে আবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়ে সর্বত্র। মূলত বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ণা জর্মানের গায়ে হলুদের ছবি ভাইরাল হতে থাকে। এতে রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষেরা ডা. অর্ণা জামান ও রেজভী আহমেদ ভুঁইয়ার নতুনের জীবনের জন্য শুভ কমানা জানান।
প্রসঙ্গত, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার দৌহিত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর জ্যেষ্ঠ কন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়াও অর্ণা জামান ছোট বেলা থেকে বাবা খায়রুজ্জামান লিটনের হাত ধরে যেতেন রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিংয়ে। শুধু তাই নয় ডা. অর্ণা জামান একাধারে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ-সভাপতি, রাজশাহী মেডিকেল কলেজ ইন্টার্ণ চিকিৎসক পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক।