রাজশাহী থেকে : নগরীর শাহমখদুম থানার আলিফ লাম মীম ভাটা এলাকায় পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় দফতরসহ একটি ভবনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কেউ আহত না হলেও মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা ভবনে ব্যাপক হামলা চালায়। তছনছ করা হয়েছে অফিস। ভবনের জানালার কাচসহ জানালা-দরজা ভাংচুর করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ বলছে, কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ভবনটি যে জমিতে রয়েছে তা দখলে নিতেই কোনো প্রভাবশালী মহলের মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আর এ কারণেই পুলিশ ঘটনাস্থলে গিয়েও সন্ত্রাসীদের ধরেনি। বুধবার দুপুরে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজশাহী পরিবেশ দফতরের উপ-পরিচালক মনির হোসেন হামলার বিষয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, ভবন মালিকের কাছ থেকে জেনেছেন ভবন ও সংলগ্ন জমি কোনো পক্ষ দখলে নিতে চায়। হামলাকারীরা তাদের হয়েই তাণ্ডব চালিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। যেন ভবনটি খালি করে দেয়া যায়।
এ হামলার বিষয়ে জানতে চাইলে শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'এলাকাটি চন্দ্রিমা থানার অধীন। তাই তারাই ব্যবস্থা নেবে।' তবে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর বলেন, 'ঘটনাস্থল শাহমখদুম থানার আওতাধীন। মামলা হলে ওখানেই হবে। তারপরও আমরা খবর পেয়ে কর্তব্যের খাতিয়ে ঘটনাস্থলে গিয়েছি।'