প্রেমের কারণে প্রেমিকা হয়ে গেল পুরুষ!
রাজশাহী : রাতে ঘুমিয়েছিলেন চামেলী আক্তার (১৪), কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখেন তিনি ছেলে হয়ে গেছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শগুনদীঘি তিরিন্দ্রা গ্রামে। খবর পেয়ে উৎসুক জনতা বৃহস্পতিবার সকাল থেকেই তার বাড়িতে ভিড় করে। একেবারেই হুলুস্থুল কাণ্ড।
অষ্টম শ্রেণি পড়ুয়া চামেলী আক্তার (১৪) রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠেই দেখে সে ছেলে হয়ে গেছে। মুহূর্তে খরবটা গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়লে লিটনের বাড়িতে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়।
ঘুম থেকে উঠে চামেলী জানায়, সে ছেলে হয়ে গেছে। এ নিয়ে মানুষের মুখে নানান কথা। পরে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকরা জানান, তার শারীরিক কোনো পরিবর্তন হয়নি। এরপর বেরিয়ে আসে আসল ঘটনা।
তার পারিবারিক সূত্রে জানা যায়, চামেলীকে দেখতে তাদের বাড়িতে বুধবার ছেলেপক্ষের লোকজন আসে। ছেলেপক্ষ তাকে দেখেও যায়। কিন্তু চামেলীর সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক চলছিল। এ কারণে বিয়ের পিঁড়িতে বসতে রাজি নয় বলেই এমন নাটক করেছে সে।
চামেলী জানায়, বুধবার রাতে সে স্বপ্নে দেখে যে, ছেলেদের পোশাক পরে সে সাইকেল চালিয়ে বেড়াচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তার পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টি প্রথমে তার মাকে জানালে হতচকিয়ে যান তিনি। পরে তার মা বিষয়টি দাদি নুরজাহানকে জানান।
ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক লোকজন চামেলীদের বাড়িতে ভিড় জমায়। তার দাদি ছেলে হওয়ার বিষয়টি দাবি করলেও তার দেহ ও কন্ঠস্বরের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
পরে বিষয়টি নিশ্চিত হতে চামেলীকে নিয়ে তার মা-বাবা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে যান। সেখানকার চিকিৎসকরা জানান, চামেলীর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোসেন আলী গণমাধ্যমকে জানান, চামেলী আক্তারকে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো পরিবর্তন পাওয়া যায়নি। তবে হরমনজনিত কারণে এ ধরনের পরিবর্তন ধীরে ধীরে ঘটতে পারে। কিন্তু চামেলীর ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি।
চিকিৎসকের কাছে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় চামেলীর ছেলে হওয়া নাটকের রহস্য বেরিয়ে আসতে থাকে।
চামেলীর এক নিকটাত্মীয় জানান, চামেলীর সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। তার মা-বাবা অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করার কারণে এমন নাটক সাজিয়েছে চামেলী। বুধবার ছেলেপক্ষের লোকজন চামেলীকে পছন্দও করে গেছে। এমন নাটক জমাতে চামেলী তার দাদির সহযোগিতা নিয়েছে বলে জানান তিনি।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�