 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সারাদেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। আর এই চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে থালা হাতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে ঐক্য পরিষদের ব্যানারে সাহেব বাজার এলাকায় রাস্তায় তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
ইয়াসিন আলী যিনি ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বলেন, টানা লকডাউনে আমরা কর্মচারীদের বেতন দিতে না পারায় বাধ্য হয়ে নামতে হচ্ছে রাস্তায়। আমরা লকডাউনের প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।