রাজশাহীর চারঘাটে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আসামির উপস্থিতিতে বিচারক জিয়াউর রহমানের আদালত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালতের বিচারক আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি রাজশাহী চারঘাটের ঝিকরা এলাকার সাইফুল ইসলামের ছেলে মানিক হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি মানিক হোসেনের সঙ্গে তার স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। এর এর আগে বিয়ের সময় ভুক্তভোগী জানতো না তার স্বামী মানিক হোসেনের নামে একটি ধর্ষণ মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এনিয়ে সাংসারিক জীবনে অশান্তি দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট এক তরফা তালাক দেন মানিকের স্ত্রী।
এদিকে তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে ধারণ করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় স্বামী মানিক। এরপর এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি রাজশাহী চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বামী মানিকের বিচারকার্য সম্পন্ন হয়।
এ বিষয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট ইসমতারা বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি মানিককে দোষী সাব্যস্ত করেছে বিজ্ঞ আদালত। তাকে কারাগারে পাঠানো হচ্ছে।